চাটমোহরে ইউপি সদস্যের ওপর হামলা, অস্ত্রসহ আটক ৩
![চাটমোহরে ইউপি সদস্যের ওপর হামলা, অস্ত্রসহ আটক ৩](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/26/image-301660-1732617334.jpg)
জমি বিরোধের সালিশ করা নিয়ে ইউপি সদস্যের ওপর হামলার চেষ্টার অভিযোগে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে পাবনার চাটমোহর উপজেলাধীন হরিপুর ইউনিয়নের ঝাকরা পশ্চিমপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি ওয়ান শুটারগান ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ গ্রামের জনাব আলী মোল্লা লাবুর ছেলে আনিছুর রহমান (৪৬), তার ছেলে আরিফুল ইসলাম (২৪) ও দাদুয়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ঝাঁকড়া পশ্চিমপাড়া গ্রামের আনিসুর রহমান ও তার ভায়রা সাজ্জাদ হোসেনের বিরোধ চলছিল। সেই বিরোধের সালিশ দেওয়া ছিল ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কামাল হোসেনের কাছে। সেই সালিশ করা নিয়ে আনিছুর, আরিফুল ও আতিকুল সোমবার সন্ধ্যায় কামাল মেম্বারের বাড়ির সামনে গিয়ে তর্ক বিতর্ক শুরু করে। একপর্যায়ে তারা কামাল মেম্বারকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং কাছে থাকা অস্ত্র দিয়ে মারার উপক্রম করে।
এ সময় তার চিৎকারে এলাকাবাসী গিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে চাটমোহর থানার ওসি ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক এবং একটি ওয়ান শুটারগান ও একটি চাইনিজ কুড়াল জব্দ করে।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ‘মূলত জমিজমা ভাগাভাগির জের ধরে তারা এ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে এসেছিল। সেখান থেকে আমরা তিনজনকে আটক করেছি। অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই আব্দুল খালেক বাদি হয়ে তিনজনকে আসামি করে রাতেই মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
আরটিভি/এমকে
মন্তব্য করুন
নারীকে গর্তে ঢুকিয়ে পুড়িয়ে হত্যার কারণ জানা গেল
![নারীকে গর্তে ঢুকিয়ে পুড়িয়ে হত্যার কারণ জানা গেল](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/25/image-305940-1735094675.jpg)
প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা
![প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/25/image-305944-1735098738.jpg)
জাহাজের ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা: র্যাব
![জাহাজের ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা: র্যাব](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/25/image-305958-1735106451.jpg)
গর্তে ঢুকিয়ে নারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় নতুন মোড়
![গর্তে ঢুকিয়ে নারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় নতুন মোড়](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/26/image-306062-1735190921.jpg)
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ.লীগ নেত্রী, এরপর যা ঘটল
![পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ.লীগ নেত্রী, এরপর যা ঘটল](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/27/image-306185-1735275178.jpg)
শনিবার যে ২৫ এলাকায় বিদ্যুৎ থাকবে না
![শনিবার যে ২৫ এলাকায় বিদ্যুৎ থাকবে না](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/27/image-306229-1735296325.jpg)
নথিপত্র গায়েব হচ্ছে সন্দেহে তুলকালাম কাণ্ড, দুইটি ট্রাক আটক
![নথিপত্র গায়েব হচ্ছে সন্দেহে তুলকালাম কাণ্ড, দুইটি ট্রাক আটক](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/28/image-306264-1735340284.jpg)