• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

নাটোরে বিএনপি নেতাকে অব্যাহতি

আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ১৩:১২
নাটোরে বিএনপি নেতাকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে নাটোরের গুরুদাসপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল শেখকে স্বপদ ও দলীয় সব পর্যায়ের সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব মো. রহিম নেওয়াজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু।

তিনি বলেন, দলীয় সিনিয়র নেতাদের সম্পর্কে অশালীন বক্তব্য ও আপত্তিকর মন্তব্য এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ড করায় গত ১৪ নভেম্বর তাকে শোকজ করা হয়েছিল।

তিনি আরও বলেন, তিন দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশে তিনি যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক ছিল না। এ কারণে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে তার সাংগঠনিক পদ ও দলীয় সব সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপিতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসের সঙ্গে সংলাপ, বিএনপির যেসব নেতা থাকবেন
বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে: তারেক রহমান
হাইকমিশনে হামলা, প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ
হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ