• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

দোকান থেকে যুবকের মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৯
দোকান থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় নিজ দোকান থেকে মানিক (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে একই উপজেলার পৌর এলাকার ফাজিলপুরের নিজ দোকান থেকে মানিকের মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি মাসুম খান।

মানিক একই উপজেলার মনোহারপুর ইউনিয়নের হাজরামিনা গ্রামের কিতাব উদ্দীনের ছেলে।

নিহত মানিকের বড় ভাই মনিরুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে ফাজিলপুরের মানিকের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি দোকানের শাটার বন্ধ। দোকানের সামনে গেলে দেখি দোকানে তালা মারা নেই। তখন শাটার উঁচু করে দেখি মানিক মেঝেতে পড়ে আছে। এরপর তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির বাসার বলেন, নিহত অনিকের গলায় দাগ রয়েছে তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। তবে এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, মানিক নামের এক যুবকের মরদেহ তার দোকান থেকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত শেষে বলা যাবে। মানিকের কেন মৃত্যু হয়েছে তার কারণ উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজ বাড়ি থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার