• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, অটোরিকশার ৫ যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩৫
রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, কুমিল্লায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
ছবি: আরটিভি

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি আজিজুল হক।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এসময় আহত অবস্থায় উদ্ধার করে ৪ জনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজন মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে ওসি আজিজুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। নিহতদের পরিবার মরদেহগুলো নিয়ে গেছে।

তিনি আরও বলেন, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষ করবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন জামায়াতের আমির
শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করে থাকলে রাজনীতি ছেড়ে দেব: বুলু
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপারের মৃত্যু
‘শেখ হাসিনাকে দেশে এনে গণহত্যার বিচার করতে হবে’