• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মেঘনা নদী থেকে ৪ জেলে অপহরণ

হাতিয়া প্রতিনিধি

  ০২ জানুয়ারি ২০১৮, ২২:৪৯

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর পশ্চিম পাশের মৌলভীর চর খাল থেকে চার জেলেকে অপহরণ করেছে দস্যুরা।

সোমবার ভোরে ওই চার জেলেকে অপহরণ করা হয়।

হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাঈল মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোরে ওই চার জেলেকে অপহরণ করে দুপুর থেকে দস্যুরা মুক্তিপণ দাবি করছে।

অপহৃতরা হলেন মো. কামাল মাঝি (৫২), জামাল মাঝি (৫০), মো. জুয়েল (৩২) ও হাসান উদ্দিন (৩৫)।

অপহৃতরা ভোলা জেলার দৌলতখান উপজেলার মুন্সীরহাট এলাকার বাসিন্দা বলে জানা যায়।

মো. ইসমাঈল আরো জানান, ওই চার জেলে বেশ কিছুদিন ধরে হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় অবস্থান করে নদীতে মাছ ধরে বয়ার চর বাজারের মাছ ব্যবসায়ী ইউসুফ, মিজান ও বাবরের কাছে বিক্রি করে আসছিলেন। ভোরে ছোট নৌকা নিয়ে মেঘনায় মাছ ধরার জন্য যাচ্ছিলেন তারা। পথে মৌলভীর চর খালে এলে তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা।

তিনি জানান, মঙ্গলবার দুপুর থেকে জেলেদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে মাছ ব্যবসায়ী ইউসুফ, মিজান ও বাবরের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে দস্যুরা। মুক্তিপণ না দিলে ওই চার জেলেকে হত্যা করার হুমকিও দেয়া হচ্ছে।

হাতিয়া থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা জেলেদের অপহরণের বিষয়টি জানিয়েছেন। জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
নাফ নদীতে বিজিপির গুলি, গুলিবিদ্ধ ২ বাংলাদেশি
চেয়ারম্যান প্রার্থীকে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার, যা মিলল
X
Fresh