• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

গলাচিপায় ধরা পড়ল ৫০ কেজি ওজনের কচ্ছপ

আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ২১:০০
গলাচিপায় ধরা পড়ল ৫০ কেজি ওজনের কচ্ছপ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় এক জেলের জালে ৫০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ ধরা পড়েছে। রোববার উপজেলার পক্ষিয়া বন সংলগ্ন আগুনমুখা নদী থেকে কচ্ছপটি মো. সাইফুল ইসলাম নামের এক জেলের জালে আটকে পড়ে। একইদিন বনকর্মীরা ওই কচ্ছপটি উদ্ধার করে আগুনমুখা নদীতে অবমুক্ত করেন।

সোমবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পক্ষিয়া বন বিভাগের বিট অফিসার মো. জামাল হোসেন।

গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের বাসিন্দারা জানান, শনিবার রাতে ইলিশ মাছ ধরার জন্য জোয়ারের সময় সাইফুল ইসলাম আগুনমুখা নদীতে জাল ফেলেন। পরদিন ভোরে জাল তোলার সময় প্রায় ৫০ কেজি ওজনের একটি কচ্ছপ ধরা পড়ে। কচ্ছপটি লোন্দা স্লুইস গেট এলাকায় আনা হলে মানুষের ভিড় জমে যায়।

পক্ষিয়া বন বিভাগের বিট অফিসার মো. জামাল হোসেন বলেন, জেলের জালে ধরা পড়া জলপাইরাঙ্গা কচ্ছপটি বাংলাদেশে পান্না কাছিম নামে পরিচিত। তিনি দীর্ঘ দুই যুগের চাকরি জীবনে সেখানে এত বড় সামুদ্রিক কচ্ছপ ধরা পড়তে দেখেননি।

এ বিষয়ে গলাচিপা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, রোববার বিকেলে আগুনমুখা পানপট্টি এলাকা সংলগ্ন আগুনমুখা নদীতে কচ্ছপটি অবমুক্ত করা হয়।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেখা মিলল বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের
মহিপুরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ক্যাটল শেল্টার উদ্বোধন
ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে: নুর
নসিমনের চাপায় গৃহবধূ নিহত