• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে আটক ১৩

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ১৫:৩৭

টাঙ্গাইলের ভূঞাপুরে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সকালে বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। জব্দ করা হয় কালো রঙের গাড়ি।

আটকৃতরা হলেন, ভূঞাপুর উপজেলার মহির উদ্দিন, খায়রুল, সাগর, সামাদ, মোতালেব, ঠান্ডু ও রহিমা এবং গোপালপুর উপজেলার আব্দুর রশিদ, জয়নাল, শিল্পি, নাজমা, সামিরন ও হাফিজা।

জানা যায়, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠন বিনা সুদে একলাখ থেকে এক কোটি টাকা ঋণ‌ দেওয়ার প্রলোভনে নারী ও পুরুষদের নিয়ে সোমবার সকালে ঢাকায় যাচ্ছিল। ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত গাড়িটি। এর আগে রোববার রাতে দুই নারীকে আটক করা হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল ক‌রিম জানান, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে সুদ ছাড়া মোটা অঙ্কের টাকার ঋণ‌ দেওয়ার প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/এফআই/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব!
সংবিধান সংস্কারে যেসব প্রস্তাব দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
‘জয় শ্রীরাম’ বলে আগরতলায় বাংলাদেশিদের ওপর হামলা
নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের বর্ষসেরা মিন্টু