• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাড়ির পাশের পুকুরে মিলল শিশু তাওহীদের মরদেহ

আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৯

টাঙ্গাইলের সখীপুরে পুকুরে ডুবে তাওহীদ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়।

তাওহীদ ওই এলাকার শরীফ আহমেদের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রায়হান ফকির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

শিশুটির দাদা মরতুজ আলী বলেন, তাওহীদ বাড়িতেই খেলা করছিল। বিকেল ৪টার দিকে হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় আধাঘণ্টা পর বাড়ির পাশে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রায়হান ফকির বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। ইসিজি করানো হলে তাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

আরটিভি/এফআই/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রচুর ফল খেলে শরীরের কী কী ক্ষতি হতে পারে জানেন
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের 
গ্রেপ্তারের পর থানা থেকে হাসপাতালে আল্লু অর্জুন
তামিলনাড়ুতে হাসপাতালে আগুন, ৬ শিশুর করুণ মৃত্যু