• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

হিলিতে কমেছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ১৩:৫৭
ছবি: আরটিভি

দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও দেশি কাঁচামরিচের দাম। কেজি প্রতি ৫ টাকা কমে ভারতীয় পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কেজি প্রতি ৫০ টাকা কমে দেশি কাঁচামরিচ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সরবরাহ বেশি হওয়ার কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আলুর দাম বেশি হওয়াতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারের দোকানী রায়হান কবির বলেন, ভারতে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করাতে হিলি স্থলবন্দর দিয়ে সেই সব পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে করে মোকামে কমতে শুরু করেছে দাম। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আলুর দাম কমেনি। ভারতীয় আলু ৫৫ থেকে ৬০ এবং দেশি আলু ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল শনিবার ভারতীয় ৯২ ট্রাকে ২ হাজার ৫০০ মেট্রিকটন আলু এবং ৩০ ট্রাকে ৮৭০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

আরটিভি/এএএ/এআর


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়