• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে মুদি দোকানে সরকারি বই, আটক ৪

ময়মনসিংহ প্রতিনিধি

  ০১ জানুয়ারি ২০১৮, ১৩:৩৮

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের ২,৫০০ নতুন বই ময়মনসিংহের শহরতলীর একটি মুদি দোকান থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার শহরতলীর কালিকাপুর গ্রামের একটি মুদি দোকান থেকে এসব বই উদ্ধার করা হয়।

এ ঘটনায় মুদির দোকান মালিক মো. ইসরাফিল, প্রভাত সেনা স্কুলের পরিচালক আল আমিন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম রতন ও সহকারী প্রধান শিক্ষক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে বইগুলো উদ্ধার করা হয়। অনুমোদনবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য বইগুলো সেখানে রাখা হয়েছিল।

তিনি বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিয়ম অনুযায়ী ১ জানুয়ারি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন বই বিতরণের কথা রয়েছে। এর আগেই দুর্বৃত্তদের হাতে পৌঁছে গেছে এসব সরকারি বিনামূল্যের বই।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকাল ৯টার মধ্যে ঝড় বইতে পারে যেসব জায়গায়
সন্ধ্যার মধ্যে ঝড় বইতে পারে যেসব জায়গায় 
রাতেই যেসব জায়গায় ঝড় বইতে পারে
৯০ বছর ধরে সংরক্ষিত বইয়ের মানব চামড়ার মলাট সরিয়ে নিলো হার্ভার্ড
X
Fresh