• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ১৭:০৯
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জে অটোচালক হিমেল মীরকে হত্যার ঘটনায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিতি ছিলেন। তবে ঘটনায় জড়িত না থাকায় অপর তিনজনকে খালাস দেন আদলত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মুছা সরকার, নজরুল ফরাজি, সবুজ চৌকিদার।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি সদর উপজেলার মুক্তারপুর এলাকা-সংলগ্ন মল্লিক রায় দিঘি থেকে অজ্ঞাত হিসেবে হিমেল মীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৯ জানুয়ারি পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে। মামলা তদন্তকালে উদঘাটিত হয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অটো ছিনতাই করে চালক হিমেল মীরকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে দিঘিতে ফেলে যায়। পরে জড়িত সেন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান, রায়ে নিহতের পরিবার সন্তুষ্ট।

আরটিভি/এএএ/এসএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের চাপ দেওয়ায় তরুণীকে গুলি করে হত্যা, যুবক গ্রেপ্তার
মিশরে এমফিল ডিগ্রি অর্জন করলেন‌ মুন্সীগঞ্জের শিহাব উদ্দিন
খাল থেকে প্রবাসীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ঝুট ব্যবসার দখল নিয়ে গজারিয়ায় বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ