• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

টাঙ্গাইলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ২২:৪৭
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশের গাড়ির সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোরদিঘী ফজরগঞ্জ এলাকার প্রবাসী মো. আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২০) ও রফিকুল ইসলামের ছেলে শাহাদত (১৮)।

সাগরদিঘী ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, দুই বন্ধু জুয়েল ও শাহাদত বুধবার সন্ধ্যা ৭টার দিকে জোরদিঘী বাজার এলাকা থেকে সাগরদিঘী বাজারের উদ্দেশ্যে ঘুরতে বের হলে হাজীগঞ্জ এলাকায় বাঁশবাহী একটি গাড়ীর সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়। তাদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে কাভার্ডভ্যানচাপায় অটোরিকশা চালক নিহত
সীতাকুণ্ডে সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
টাঙ্গাইলে ‘সেনানীড়’ উদ্বোধন করলেন সেনাপ্রধান
সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত