• ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

মেয়াদোত্তীর্ণ ও বেশি দামে সার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৮:২৮
ছবি : আরটিভি

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও বেশি দামে সার বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ও ভালাইপুরে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, বিকেলে আলুকদিয়া ও ভালাইপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় আলুকদিয়ায় মেসার্স বিশ্বাস ট্রেডার্সে সার ডিলার প্রতিষ্ঠানে পূর্বে সতর্ক করা সত্ত্বেও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রি করা অর্থাৎ ১৩৫০ টাকার সার ১৫২০ টাকায় বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, যথাযথভাবে ভাউচার প্রদান না করা ও ২০২১ সালের মেয়াদোত্তীর্ণ কীটনাশক মেয়াদ টেম্পারিং করে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করায় প্রতিষ্ঠানটির মালিক ইকতিয়ার উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, ভালাইপুর এলাকায় মেসার্স দিশা এগ্রো ট্রেডিং নামক প্রতিষ্ঠানে তদারকিতে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার সাদিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ টেম্পারিং কীটনাশকগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর সদর চান্দ্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মেলন
চাঁদপুরে অনুমোদন ছাড়া কেক তৈরি: ভোক্তা অধিদপ্তরের জরিমানা
হজে অনিয়ম, ২ এজেন্সিকে জরিমানা