• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৬:৩৭
ছবি : সংগৃহীত

শরীয়তপুরের আংগারিয়ায় বড় ভাই জাহাঙ্গীর শিকদারের (৪৫) মৃত্যুর খবর শুনে ছোট ভাই মোহাম্মদ আলী (৪২) মারা গেছেন।

বুধবার (১৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জাহাঙ্গীর শিকদার ও মোহাম্মদ আলী ওই এলাকার নুরুল হক শিকদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, জাহাঙ্গীর পেশায় একজন বাসচালক। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থল মাদারীপুরের খাগদী এলাকার একটি মাদরাসায় বসে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদরাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে দুই ভাইয়ের এমন মৃত্যুর খবর পেয়ে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। দুজনের জন্য পাশাপাশি খোড়া হচ্ছে দুটি কবর।

নিহতের ছোট ভাই কানন শিকদার বলেন, আমরা ছয় ভাই। ভাইদের মধ্যে ভালো সম্পর্ক। গতকাল রাতে মেজ ভাই জাহাঙ্গীর শিকদার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে তাকে নিয়ে বাড়ি ফিরে সব আত্মীয়দের খবর দিই। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেজ ভাই হাফেজ মোহাম্মদ আলীও স্ট্রোক করেন। পরে তিনিও মারা যান। বড় দুই ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।

শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় বলেন, জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিলেন। আমাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। ভোরে তার মরদেহ বাড়িতে পৌঁছে দিই। এর কিছুক্ষণ পর জানতে পারি, তার মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেছেন।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
আরটিভির সাংবাদিক সুকান্ত সেনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু