• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

সেনবাগে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ১৩:৪৬
সেনবাগে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে ফারাবি সুলতানা মিম (১৪) নামে এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি রোববার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের রহিম উদ্দিন জমাদারের বাড়িতে ঘটে। সে ওই বাড়ির প্রবাসী মো. সেলিমের মেয়ে।

সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান।

স্থানীয়রা জানান, উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের রহিম উদ্দিন জমাদার বাড়ির মো. সেলিমের মেয়ে ফারাবি সুলতানা মিম স্থানীয় আয়েশা সিদ্দিকী মাদরাসায় অধ্যয়নরত ছিলেন। ঘটনার দিন পড়ালেখার জন্য মা কুলসুম আক্তার চাপ দেওয়ায় মিম মায়ের ওপর অভিমান করে রান্না ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সেনবাগ থানার এসআই আবদুস সালাম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ওসি মো. মিজানুর রহমান বলেন, নিহতের মা পড়ালেখার জন্য চাপ দেওয়ায় মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করে আয়েশা। নিহতরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাচোলে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
মেঘনায় নৌকাডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার মরদেহ উদ্ধার
নিজ বাড়ি থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার