• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মোড়েলগঞ্জে হিজড়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

  ৩১ ডিসেম্বর ২০১৭, ১৬:০২

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় এক হিজড়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে সদর উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তার নাম সোনিয়া আক্তার (২৬)। তিনি বাগেরহাট সদর উপজেলার কাশিমপুর কালিয়ার পাড় গ্রামের মৃত ফজলু শেখের সন্তান।

হিজরার দলনেত্রী রুমা আক্তার দেবী আরটিভি অনলাইনকে বলেন, শনিবার দিনগত রাত ১২টার দিকে খাবার খেয়ে আমরা একই ঘরে শুয়ে পড়ি। রাত তিনটার দিকে জেগে দেখি সোনিয়া ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। সে সাত বছর ধরে মোরেলগঞ্জের পূর্ব সরালিয়া গ্রামে সহকর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম আরটিভি অনলাইনকে বলেন, সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
X
Fresh