• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ০৯:৫০
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমাণ্ড মঞ্জুর
ছবি : আরটিভি

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩টি মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে সংশ্লিষ্ট আদালতের বিচারক এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এ সময় আব্দুর রাজ্জাককে আদালতে আনা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরা শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সফিকুল ইসলাম রিপন।

আদালত সূত্রে জানা যায়, ঢাকায় বিভিন্ন মামলায় রিমান্ড শেষে আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলে আনা হয়। পরে সোমবার বিকেলে টাঙ্গাইল সদর থানায় শিক্ষার্থী মারুফ হত্যা মামলায়, মির্জাপুর থানায় শিক্ষার্থী ইমন হত্যা মামলায় এবং মধুপুর থানায় হামলা ও ভাঙচুরের মামলায় আব্দুর তাকে আদালতে তোলা হয়। এ সময় পুলিশ ৭ দিন করে রিমান্ডের আবেদন করে এবং একই সঙ্গে আব্দুর রাজ্জাকের পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। পরে সংশ্লিষ্ট আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে প্রতিটি মামলায় ৫ দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সফিকুল ইসলাম রিপন বলেন, আদালতের বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে ৩ মামলায় ৫ দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে আর আধিপত্য রাখতে পারবে না ভারত: হাসনাত
ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আজ বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সংবিধান সংস্কারে যেসব প্রস্তাব দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
টাঙ্গাইলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি