• ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ১৪:২৯
ছবি : আরটিভি

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তারা হলেন, মণিরামপুর উপজেলার কানাইতলা এলাকার হাফিজুর মোড়ল (৪৫), ঝিকরগাছা উপজেলার ঝাউদিয়া গ্রামের নুরুল হোসেন (৫৭) ও একই উপজেলার বাঁকড়ার রোকেয়া বেগম (৭৫)।

জানা যায়, সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা গাজী হোটেলের পাশে একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় হাফিজুর মোড়ল নামে একজন পথচারী ঘটনাস্থলে নিহত হন।

সোমবার সকাল ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার ঝাউদিয়া গ্রামের নুরুল হোসেন কীর্তিপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে, রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় চার্জারভ্যানে করে রোকেয়া বেগম বাঁকড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি ভ্যান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারওয়ান বাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
ইটনায় ধানবোঝাই নৌকাডুবি, মাঝি নিহত
হবিগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২