• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ১৩:০৮
ফাইল ছবি

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। বর্তমানে কেজিপ্রতি সাউথ জাতের পেঁয়াজ ৯৯ টাকায় এবং ইন্দোর জাতের পেঁয়াজ ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত তিন দিন আগেও বিক্রি হয়েছে ১০৫ থেকে ১০৭ টাকা দরে।

আমদানিকারকরা বলেন, শুল্ক প্রত্যাহারের পর ভারত থেকে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানির কারণে দাম কমতে শুরু করেছে। দাম কমাতে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবিও করেন ক্রেতারা।

সোমবার (১১ নভেম্বর) সকালে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, বর্তমানে শুল্ক ছাড়া ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। যার কারণে বন্দরের ব্যবসায়ীরা বেশি পেঁয়াজ আমদানি করছেন। ফলে দাম অনেকটাই কমতে শুরু করেছে। আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরও কমে যাবে।

হিলি কাস্টমসের তথ্যমতে, রোববার (১০ নভেম্বর) ভারতীয় ২২ ট্রাকে ৬২০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি সীমান্তে ভারতীয় নাগরিক আটক
হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম
হিলিতে তাপমাত্রা নামল ১২.৭ ডিগ্রিতে
হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার