• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাস্তার পাশে ১০ ব্যাগ হাত বোমা, ঘটনাস্থলে সেনাবাহিনী

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ১২:৫৯
রাস্তার পাশে ১০ ব্যাগ হাত বোমা, ঘটনাস্থলে সেনাবাহিনী
ছবি : সংগৃহীত

শরীয়তপুরে রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১০ ব্যাগ হাত বোমার সন্ধান পাওয়া গেছে। বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করতে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ টিম।

সোমবার (১১ নভেম্বর) সকালে ডামুড্যা উপজেলার রাস্তার পাশে ব্যাগভর্তি এসব হাতবোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ্য বস্তু বের হয়ে থাকলে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরবর্তীতে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছায়। সাভার সেনানিবাস থেকে বোম ডিস্পোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এ ব্যাপারে ডামুড্যা থানা পুলিশের উপ-পরিদর্শক ইয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ব্যাগগুলোর মধ্যে হাতবোমা সদৃশ্য বস্তু দেখা যাচ্ছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বোমা নিষ্ক্রিয়কারী দল রওনা দিয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এফআই/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণহারে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না: আইজিপি
ভান্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
সিরাজগঞ্জে হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পুলিশের ওপর হামলা মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর