• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

তুচ্ছ ঘটনায় শিবচরে প্রতিবেশীর আঘাতে বৃদ্ধের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ০৫:৫৬
ছবি : সংগৃহীত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে প্রতিবেশীর কিল-ঘুষির আঘাতে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ৩নং ওয়ার্ডের গুয়াতলা গ্রামের পশু হাসপাতাল সংলগ্ন মোহাম্মদ মোল্লার ছেলে স্বপন মোল্লার বাড়ি নির্মাণ কাজ চলছে।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্বপন মোল্লা তার বাড়ির পানি নিষ্কাশনের পাইপ রাস্তার ড্রেনের সঙ্গে সংযোগ করছিল। পাইপটি তার প্রতিবেশী আশরাফুজ্জামান মালের দোকানের দরজার সামনে হওয়ায় আশরাফুজ্জামান পানির পাইপটি অন্যত্র সরাতে বলে। এতে স্বপন মোল্লার সাথে আশরাফুজ্জামানের বাকবিতণ্ডা হয়। এ সময় স্বপন মোল্লা আশরাফুজ্জামানকে মারধর ও কিল-ঘুষি মারেন। এতে আশরাফুজ্জামান মাটিতে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফুজ্জামান মাল ওই এলাকার মৃত দেলোয়ার মালের ছেলে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।

নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম বলেন, স্বপন মোল্লা তার বাড়ির পানির পাইপ ড্রেনে সংযোগ করতে আমার স্বামীর দোকানের দরজার মুখে গর্ত করে। এতে আমার স্বামী বাঁধা দিলে সেন্ডেল দিয়ে ও এলোপাতারি কিল-ঘুষি মেরে সে আমার স্বামীকে হত্যা করেছে।

শিবচর থানার ওসি মো. মোকতার হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ওপেন এআই’র দুর্নীতি ফাঁস করা যুবকের রহস্যজনক মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩১৬ 
সাংবাদিককে মারধরের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার
কবি হেলাল হাফিজের মৃত্যু নিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য