• ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাস চাপায় প্রাণ গেল ভ্যানচালকের

আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ০২:১৪
ছবি: আরটিভি

রংপুরের তারাগঞ্জে একটি বাসের চাপায় রহিদুল ইসলাম যাকের (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কে খাঁরুভাজ নদীর ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।

রহিদুল ইসলাম যাকের উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রহিদুল ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে উপার্জন করতেন। শুক্রবার তিনি সকালে খাবার খেয়ে বাড়ি থেকে তার ভ্যান নিয়ে বেড়িয়ে পড়েন। দুপুরের পরে ইকরচালী বাজার বাসস্ট্যান্ড হতে শলেয়াশাহ বাজারের যাত্রী নিয়ে নিজ এলাকায় ফিরছিলেন। এ সময় খাঁরুভাজ নদীর ব্রিজের ওপরে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে রহিদুলের মৃত্যু হয়।

এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বাস চাপায় ভ্যানচালক রহিদুল ইসলাম যাকেরের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া সড়ক আইনে মামলা করা হয়েছে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব: তারেক রহমান
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের শিরোপা উৎসর্গ রংপুর রাইডার্সের
গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স
খেলোয়াড় সংকটে ফাইনালে অনিশ্চিত রংপুর