• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ১৯:১০
নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
ছবি : আরটিভি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় নিখোঁজের দুদিন পর ধলেশ্বরী নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুবেল মিয়া (৩৫) ধামরাই উপজেলার ফোর্ডনগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।

নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, গত ৬ নভেম্বর মধ্যরাতে একটি ফোনকল পেয়ে রুবেল মিয়া বাড়ি থেকে বেরিয়ে যান এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জাহাঙ্গীর বলেন, নিখোঁজের দুদিন পর শুক্রবার সকালে ধলেশ্বরী নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেন। রুবেলের স্ত্রী আঞ্জুয়ারা মরদেহ শনাক্ত করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শরীয়তপুরে খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু