• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর একসঙ্গে জানাজা

পাবনা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ১৩:৫৯
ছবি : আরটিভি

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর জানাজা নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মিয়াপুর হাজী জসীমউদ্দীন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় ইমামতী করেন পদ্মবিলা মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা রহমত-উল্লাহ। এতে হাজারো মানুষ অংশ নেন।

নিহত শিক্ষার্থী সাকিবের বাবা মোশারফ হোসেন জানান, কারও সন্তান বেপরোয়াভাবে গাড়ি না চালায়, এই জন্য সন্তানদেরকে সতর্ক করবেন।

মিয়াপুর হাজী জসীম উদ্দীন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ জানান, আমাদের এই তিন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিদ্যালয়ে রোববার শোক পালন করবো।

উল্লেখ্য, বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। এতে গুরুতর আহত হন আরও দুইজন। আহত দুইজন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা-ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের আজমপুরনামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনার সাঁথিয়া পদ্মবিলা মোল্লা পাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আশিক রহমান, মোশারফ হোসেনের ছেলে শাকিব হাসান ও ছলিম হোসেনের ছেলে ফাহাদ হোসেন। তারা উভয়েই সাঁথিয়া উপজেলা মিয়াপুর হাজী জসীম উদ্দীন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
কাজিরহাট-আরিচা নৌরুটে চার মাস পর চালু স্পিডবোট সার্ভিস
সাঁথিয়ায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে লাভবান কৃষক
কবি হেলাল হাফিজের দ্বিতীয় জানাজা সম্পন্ন