• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাউফলে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ১০:৫৬
ফাইল ছবি।

পটুয়াখালীর বাউফলে পুকুরে ডুবে ইমাম হোসেন (৬) ও আবুবকর (৪) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুদের বাবা কবির হোসেন সিকদার জানান, দুপুর ২টার দিকে তিনি ইমাম হোসেন ও আবুবকরকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এ সময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানিভর্তি কলস নিয়ে ঘরে যান। ফিরে এসে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে একপর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। এরপর ছোট ছেলে আবুবকরকে একই পুকুর থেকে জালটেনে উদ্ধার করেন। তিনিসহ স্বজনরা দুই ছেলেকে নিয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার তাদের মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
আরটিভির সাংবাদিক সুকান্ত সেনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু
এক কোরালের দাম ২০ হাজার টাকা