• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

মহেশখালী থেকে বিলুপ্তপ্রায় ১২ হনুমান উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ০৯:২৪
ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী থেকে বিলুপ্তপ্রায় ১২টি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়েছে। খাঁচায় বন্দি করে পাচারের উদ্দেশ্যে রাখা পাহাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব হনুমান উদ্ধার করে বন বিভাগ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে শাপলাপুরের বারিয়ারছড়ি পাহাড়ি এলাকার একটি বাড়ি রাখা হয়েছিল এসব প্রাণী।

মহেশখালীর শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়া নাহিদ জানান, বারিয়ারছড়ি এলাকার পাহাড়ের ভেতরে একটি পরিত্যক্ত বাড়িতে বিলুপ্তপ্রায় ১২টি বন্যপ্রাণী হনুমান পাচারের উদ্দেশ্যে খাঁচায় আটকে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাচ্চাসহ ১২টি হনুমান উদ্ধার করা হয়।

নাহিদ বলেন, হনুমান পাচার চক্রে কারা জড়িত তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই কর্মকতা জানান, মহেশখালী উপজেলার শাপলাপুর ও ছোট মহেশখালী পাহাড়ি এলাকায় এখনো বন্যপ্রাণীর বিচরণ হয়েছে। পাহাড় কাটা এবং বন্যপ্রাণী নিধনের কারণে পাহাড়ের জীববৈচিত্র্য বিলুপ্ত হয়ে পড়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে পাচারকালে সীমান্ত থেকে ৬ হনুমান উদ্ধার
কক্সবাজারে ৫ ছিনতাইকারী আটক
কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ আটক ২
যে কারণে সাবিনাদের কক্সবাজারে সংবর্ধনা দেবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী