• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাসচাপায় অটোরিকশা যাত্রী ভাইবোনের মৃত্যু, আহত ৩

আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ০০:৩৬
বাসচাপায় অটোরিকশা যাত্রী ভাইবোনের মৃত্যু, আহত ৩
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা ভাইবোন। একই ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাইবোনের নাম জুনায়েদ হোসেন (১২) ও ফাহিমা (৯) বলে জানা গেছে। তারা জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের সন্তান।

স্থানীয়রা জানান, হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। তার ছেলে এবং মেয়ে ছগুরা ইসলামিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর তার নিজের অটোরিকশায় করে দুই সন্তানকে মাদরাসা থেকে তাদের নানা বাড়ি যাচ্ছিলেন। রাত ৮টার দিকে মাদরাসা থেকে একটু দূরে যেতেই বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুনায়েদের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমাকেও মৃত ঘোষণা করেন। শিশু দুটির বাবা জাহাঙ্গীরসহ অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে চলাচল করা বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিশু নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে উদ্ধার করে। তবে, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে কাভার্ডভ্যানচাপায় অটোরিকশা চালক নিহত
আত্মশুদ্ধির জন্য ব্যাঙের বিষ পান করে অভিনেত্রীর মৃত্যু
মাঝ আকাশে অসুস্থ যাত্রী, ঢাকায় জরুরি অবতরণ
জয়পুরহাটে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, আটক ৩