• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

বরিশালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফা প্রচারণা ও মতবিনিময়

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ২২:১৮
ছবি : আরটিভি

বরিশালের মেডিকেল কলেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কেন্দ্রীয় ছাত্রদল টিম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বরিশাল মেডিকেল কলেজ ও ট্রাস্ট ইউনিভার্সিটিতে মতবিনিময় সভা ৩১ দফা প্রচারণা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু ও তারেক হাসান মামুন প্রমুখ।

বরিশাল মেডিকেল কলেজে কেন্দ্রীয় ছাত্রদল টিম প্রধান জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমরা বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে শুনতেছি। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে, আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার করতে চাই।

প্রচারণাকালে আসাদুজ্জামান রিংকু বলেন, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।

ট্রাস্ট ইউনিভার্সিটিতে তারেক হাসান মামুন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৭ বছরের অপশাসন, অনিয়ম, দুর্নীতি ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে শিক্ষার্থীদের মনে রাজনীতি নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।

ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চায় এসব বিষয় জানছি। শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দিয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো। ছাত্রদল ও ছাত্রলীগ যে সম্পূর্ণ আলাদা সেটা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দেব।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাইকমিশনে হামলার প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের
ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারসহ ৮ দফা দাবি নোবিপ্রবি ছাত্রদলের 
ভারতের সঙ্গে যতটুকু ভুল বোঝাবুঝি আছে সেটা দূর হবে: এম সাখাওয়াত