• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

বন্যাত্তোর কৃষক-শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে ইটভাটা রক্ষার দাবি 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ১৫:৪০
ছবি : আরটিভি

লক্ষ্মীপুরের কমলনগরে বন্যাসহ জলাবদ্ধতার কারণে এবার জমিতে চাষাবাদ করতে পারেননি অনেক কৃষক। এতে কর্মসংস্থান হারিয়ে আর্থিক অনটনে কৃষি শ্রমিকরা বিভিন্ন ইটভাটা মালিকের কাছ থেকে দাদন নিয়েছেন। এ মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে ইটভাটা অভিযান পরিচালনা করে বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কর্মসংস্থানের লক্ষ্যে এ বছর ইটভাটা বন্ধ না করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক-শ্রমিক জনতার ব্যানারে কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড গলায় ঝুলিয়ে মানববন্ধনে অংশ নেয় বিপুলসংখ্যক কৃষক ও শ্রমিক।

মানববন্ধন শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কমলনগর উপজেলা কমিটির সভাপতি আবদুল মোতালেব, সমাজকর্মী ইমরান হোসেন শাকিল ও কৃষক-শ্রমিকদের পক্ষে নুরুল ইসলাম প্রমুখ।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষককে কোদালের হাতল দিয়ে পিটিয়ে হত্যা    
জমিতে একসঙ্গে তিন ফসল, কৃষকের আয় হচ্ছে দ্বিগুণ
রাজবাড়ীতে বিএডিসির পেঁয়াজ বীজে কৃষকের আশা ভঙ্গ
বাড়ি ফিরেছেন টেকনাফে অপহৃত দুই কৃষক