• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরিশালে পাসের হার ৯৬.৩২

বরিশাল প্রতিনিধি

  ৩০ ডিসেম্বর ২০১৭, ১৫:৫১

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৬ দশমকি ৩২। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৪৩১ শিক্ষার্থী। পাসের হারে এবারো এগিয়ে মেয়েরা।

এ বছর ১ লাখ ১৮ হাজার ৩৯৭ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫২২৩ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। আর ছাত্রদের মধ্যে এই সংখ্যা ৩২০৮।

৬০ হাজার ৮০৬ জন ছাত্রী পাস করেছে। যার হার ৯৭ দশমিক ০১। অন্যদিকে ৫৩ হাজার ২২৯ ছাত্র পাস করেছে। যার গড় ৯৫ দশমকি ৫৩।

শনিবার দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের ফল প্রকাশকালে পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম বলেন, পাসের হার ও জিপিএ ফাইভের ক্ষেত্রে পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো উপকূলীয় এলাকার শিক্ষার্থীরা সংসারের প্রয়োজনে পড়ালেখার পাশাপাশি অন্য কাজ করে থাকে।