• ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

চট্টগ্রামে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ১২:৪৫
চট্টগ্রামে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু 
ছবি : আরটিভি

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। মারা যাওয়া দুইজন হলো সাতকানিয়ার বাসিন্দা মৃদুল কান্তি দাশ (৫৫)। ফটিকছড়ির বাসিন্দা সালমা খাতুন (৪০) নামে এক নারী ।

মঙ্গলবার (৫ নভেম্বর) জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র বলছে, ডেঙ্গুতে চট্টগ্রামে এ নিয়ে সোমবার পর্যন্ত মোট মৃত্যু হয়ছে ২৮ জনের। এ ছাড়া চলতি বছর মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৮ জন। এরমধ্যে নগরীতে ১ হাজার ৯৮৩ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৫ জন। মোট মৃত্যুর হিসেবে নারী ১৫ জন, পুরুষ ১০ জন এবং ৩ জন শিশু রয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন, চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে ৮ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ২ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৬৮৭ জন পুরুষ, ৮৬৫ জন নারী এবং ৫৪৬ জন শিশু রয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের
ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলা-বিহার-উড়িষ্যা ফেরত দিতে হবে: রিজভী
দুই ঘণ্টার চেষ্টায় চট্টগ্রাম ইপিজেডে কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট