• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

রুট পরিবর্তন হচ্ছে না সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ২২:৫১
রুট পরিবর্তন হচ্ছে না সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের
ছবি : আরটিভি

রাজবাড়ী টু ঢাকা রুটে ‘সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের রুট আপাতত পরিবর্তন হচ্ছে না। ট্রেন দুটি রাজবাড়ী স্টেশন হয়েই চলাচল করবে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ওই মতবিনিময় সভায় রাজবাড়ী প্রেস ক্লাবসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের সমাজ উন্নয়নে মানুষের কাছে সঠিক তথ্য প্রচারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসক আরও বলেন, আমি রাজবাড়ী জেলায় যোগদান করার পরই জানতে পেরেছি এ জেলার মানুষ ‘সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবিতে আন্দোলন করছেন। আমি বিষয়টি নিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী সাহেবের সঙ্গে কথা বলেছি। এখানকার রাজনৈতিক অবস্থা ও মানুষের চাহিদার কথা আমি তার কাছে তুলে ধরেছি। আমি বলেছি, এই ট্রেনের সুবিধা এ অঞ্চলের মানুষের আর্থিক উন্নতির সঙ্গে জড়িত হয়ে গেছে। মানুষ এই সুবিধাকে উপভোগ করছে। একই ধরনের বিকল্প সুবিধার ব্যবস্থা না করে এই ট্রেন কিভাবে বন্ধ করা হচ্ছে। তিনি আমাকে কথা দিয়েছেন যে, আপাতত তারা এই ট্রেন দুটি বন্ধ করবেন না। অবশ্যই বিকল্প সুবিধার ব্যবস্থা করে তারা ট্রেনের রুট পরিবর্তনের পরিকল্পনা করবেন।

এর আগে, সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবিতে শ‌নিবার (২ নভেম্বর) রাত পৌ‌নে ৮টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীর ভা‌টিয়াপাড়া থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগা‌মী ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেন রাজবাড়ী রেলস্টেশনে আটকে রেলপথে দাঁড়িয়ে বিক্ষোভ করেন সাধারণ জনতা।

একই দাবিতে রোববার (৩ নভেম্বর) সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মধুমতী এক্সপ্রেস’ ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন রাজবাড়ী রেলস্টেশনে আটকে রেখে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ ছাড়া সোমবার (৪ নভেম্বর) সকালে এ দাবিতে রাজবাড়ী রেলস্টেশনে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করা হয়।

বিক্ষোভকারীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও বেনা‌পোল থেকে ছেড়ে আসা ঢাকাগা‌মী ‘বেনা‌পোল এক্সপ্রেস’ ট্রেন দুটি আগামী ১৫ নভেম্বর থেকে অন‌্য রুটে চলাচল করবে এমন খবর জানতে পারেন তারা। ট্রেনের রুট প‌রিবর্তন হলে রাজবাড়ীসহ আশপাশের কয়েক‌টি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে। যে কারণে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবি তাদের।

এ সময় বিক্ষোভকারীরা ‘বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন বন্ধ না করে এ রুটে আরও নতুন ট্রেন দেওয়ার দাবি জানান। দা‌বি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়া‌রি দেন বিক্ষোভকারীরা।

২০২৩ সালের নভেম্বরে রাজবাড়ী ওপর দিয়ে ‘বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস’ নামে দুটি ট্রেন চলাচল শুরু করে। এতে অল্প সময়ে ঢাকায় যাওয়া-আসার সুযোগ হয় রাজবাড়ীসহ আশেপাশের কয়েক জেলার মানুষের।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বীজের চড়া দামে রাজবাড়ীতে পেঁয়াজ-রসুন আবাদে খরচ বাড়ছে
ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার