• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

চিলমারী উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ১৮:১৬
চিলমারী উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার থানাহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।

জানা যায়, জাকির হোসেন উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ। তাকে কুড়িগ্রাম সদর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীতে কুড়িগ্রাম জবুথবু, তাপমাত্রা সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি
আন্দোলনে হামলা, বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদ সভাপতি গ্রেপ্তার
কুড়িগ্রামের তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে, ঘন কুয়াশা
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২