• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁদপুরে ২২ দিনে টাস্কফোর্সের অভিযানে ২১৪ জেলে আটক

স্টাফ রির্পোটার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ১০:২৫
ছবি: সংগৃহীত

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২১৪ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স।

রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এই তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, চাঁদপুর জেলা ও উপজেলা টাস্কফোর্স ইলিশ প্রজনন রক্ষার ২২ দিনের অভিযানে মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলায় ৬৬৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে আটক করা হয় ২১৪ জেলেকে। এসব জেলেদেরকে ৮৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড এবং ২ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ঘটনায় মামলা হয় ২৫৮টি।

এ ছাড়াও জব্দ করা হয় ২০ লাখ ৬৯ হাজার মিটার কারেন্ট জাল, ৩.১৯১ মেট্টিক টন ইলিশ এবং ৩৭টি মাছ ধরার নৌকা। পরিদর্শন করা হয় ২০টি মৎস্য অবতরণ কেন্দ্র, ৩৭০টি মাছঘাট ও ২হাজার ৬০টি আড়ত ও ৬০৬টি বাজার।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউটিউব দেখে অস্ত্র চালানো শিখে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হত্যা
চাঁদপুরে অনুমোদন ছাড়া কেক তৈরি: ভোক্তা অধিদপ্তরের জরিমানা
মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে: ফরিদা আখতার
ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে করা রিট খারিজ