• ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসির বদলি, ৭ সদস্য ক্লোজড

আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ০৩:২৭
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিকে বদলি ও ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাতে জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিন্টু রহমান ধরতে যায় পুলিশ। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে মিন্টু রহমানকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। ওই হামলার ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হন।

জেলা পুলিশ সুপার রেজাউল করিম জানান, ওই ঘটনার সূত্র ধরেই গোমস্তাপুর থানার ওসি শহীদুল ইসলামকে বদলি করা হয়েছে। পাশাপাশি ৭ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়। যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আসামি ছিনিয়ে নেওয়ার ওই ঘটনার পর রাতেই যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আরও ২ জনকে আটক করে। মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

তবে এখনও আসামি মিন্টুকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, পুলিশ তার খোঁজে অভিযান অব্যাহত রেখেছে।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলছাত্রীকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ, পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার 
মাদকসেবন নিয়ে বিরোধ, যুবককে হত্যা
পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই
খিলগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণ জানাল পুলিশ