• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

বগুড়ায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ২০:৪৩
বগুড়ায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

বগুড়ায় আলী হোসেন সৌরভ (১৯) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন।

আলী হোসেন সৌরভ টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ওই এলাকার আবদুল মোমেনের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টায় ঠেঙ্গামারা এলাকার একটি দোকানে চাচাতো ভাইয়ের সঙ্গে বসেছিলেন সৌরভ। এ সময় সেখানে তাদের আরও কয়েকজন বন্ধু আসে এবং তাদের সঙ্গে চলে যান সৌরভ। কিছুক্ষণ পর সৌরভকে নিয়ে যাওয়া এক বন্ধু মোবাইলে তার স্বজনদের জানায়, সৌরভের বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে সৌরভের মরদেহ দেখতে পান। তবে যারা ভর্তি করেছে তাদের কাউকে পাওয়া যায়নি। টিএমএসএস মেডিকেল কলেজে তার মরদেহ রেখে পালিয়ে যায় তারা।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, সৌরভের মাথা-পাসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে; যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। আর বন্ধুদের পালিয়ে যাওয়াকেও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের মরদেহ জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত সৌরভের বাবা আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় যুবলীগ নেতা লাখিন আটক
অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
চেয়ারম্যান হত্যায় ২ জনের যাবজ্জীবন
মুক্তি পেয়ে যা বললেন মাকে হত্যায় অভিযুক্ত সাদ