• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

হবিগঞ্জে সাবেক এসপিসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ১৮:১৯
হবিগঞ্জে সাবেক এসপিসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার এস এম মুরাদ আলিসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম বাদী হয়ে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে মামলাটি করেন।

এ বিষয়ে মামলার বাদী সামছুল ইসলাম বলেন, পুলিশ সশস্ত্র অবস্থায় বিএনপি নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি করে। এতে ছাত্রদল, যুবদল ও বিএনপির তিন শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় আমি মামলা দায়ের করেছি। আমরা মামলাটি এফআইআর এর দাবি জানিয়েছি। আদালত মামলাটি পুনরায় শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেছেন।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুণ্ডা বাহিনী হিসেবে কিছু পুলিশ কাজ করেছে। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি করে। এ ঘটনায় তখন আইনজীবী সামছুল ইসলাম একটি মামলা করেছিলেন। কিন্তু দেশে তখন আইনের শাসন না থাকায় পুলিশ প্রভাব খাটিয়ে মামলাটি খারিজ করে দিতে আদালতকে বাধ্য করে। এখন ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে আমরা আশা করছি। তাই আমারা ন্যায় বিচারের আশায় মামলাটি দায়ের করেছি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের গোলাগুলি, আহত ৪০
হবিগঞ্জে জামায়াত নেতা বহিষ্কার
ভারতে অনুপ্রবেশকালে মা-ছেলে আটক
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২