• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ০৯:২৭
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সুমাইয়া আক্তার শিমু (২০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী প্রান্ত সরকার (২৬) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার চান্দ্রা ইউনিয়নের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সলিলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার শিমু ঝিনাইদাহ সদর উপজেলার গাননি মাধবপুর গ্রামের মৃত কামাল মুন্সীর মেয়ে। তার স্বামী প্রান্ত সরকার রাজধানীর ভাটারা এলাকার আলাউদ্দিন সরকারের ছেলে। তারা দুইজন মোটরসাইকেলে ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক এম এ নোমান গণমাধ্যমকে জানান, উপজেলার সলিলদিয়া এলাকায় মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় এক্সপ্রেসওয়ের গার্ডরেলের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে সুমাইয়া আক্তার ঘটনাস্থলেই নিহত হন। পরে প্রান্ত সরকারকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের দাওয়াত শেষে ফেরার পথে প্রাণ গেল হাসানের  
সড়ক দুর্ঘটনায় বড় বোনের সামনেই ছোট বোনের মৃত্যু
ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
মাদকসহ ছেলে আটক, পালাতে গিয়ে বাবার মৃত্যু