• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৭ জেলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ০৯:০৫
ছবি : আরটিভি

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার দায়ে ২৭ জেলেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার বহরিয়া, আনন্দবাজার, সফরমালি বাজার, কানুদি ঘাট, লালপুর, আমিরাবাদ, রাজরাজেশ্বর এবং মতলব উত্তর উপজেলার চরউমেদ ও বড়চর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ২৭ জন জেলেকে নৌকাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জেলেদের মধ্যে ২০ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানার অফিসার বাদী হয়ে চাঁদপুর সদর থানায় এবং মোহনপুর নৌ ফাঁড়ির অফিসার বাদী হয়ে উত্তর মতলব থানায় মামলা দায়ের করেছেন। বাকী ৭ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

অভিযানের সময় প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। যা নদীতে পাতা অবস্থায় এবং জেলেদের হেফাজতে থাকা নৌকা থেকে জব্দ করা হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান, চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলার মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন, সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ (পিপিএম), কোস্ট গার্ডের অফিসার ও ফোর্স, সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ.এম. ইকবাল হোসেন এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ৪ প্রতিষ্ঠান থেকে ৭৭৫ কেজি পলিথিন জব্দ
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক
চাঁদপুরে অটোচালক হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চাই: সাখাওয়াত হোসেন