• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ২১:২৮
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় মসজিদের পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড অলির বাপের পাড়া জামে মসজিদের পুকুরে এ ঘটনা।

মারা যাওয়া দুই শিশুরা হলো- ওই এলাকার স্বপন মিয়ার ছেলে সিকদারপাড়া জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্র শাহাদাত হোসেন সামির (১১) ও একই এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র মো. আল ফয়েজ মিশকাত (১১)।

অলির বাপের পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কাদের জানান, দুপুর ১২টার দিকে দুই শিশু মসজিদের পুকুরে গোসল করতে নামে। পরে জোহরের আযান হলে মুসল্লিরা অজু করতে পুকুরে যায়। পুকুরের ঘাটে কাপড় দেখা গেলেও কাউকে দেখা না যাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে ডুবন্ত এক শিশুর মাথা দেখতে পায় তারা। এসময় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন। পরে আরও এক শিশুর সন্ধান না পাওয়ায় একঘণ্টা পর পুকুরে জাল ফেলে মিশকাতের মরদেহ উদ্ধার করা হয়।

ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না জানান, সামিরের মা-বাবা দুইজনই চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সে কারণে নানির কাছে থেকে সে মাদ্রাসায় পড়ালেখা করত।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে ৫ ছিনতাইকারী আটক
তদারকির অভাবে অধিকাংশ পিএসএফ অকেজো, পুকুরের পানিই ভরসা
কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ আটক ২
যে কারণে সাবিনাদের কক্সবাজারে সংবর্ধনা দেবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী