• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

বগুড়ার সাবেক এমপির এপিএস গাইবান্ধায় গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১৫:০৩
ছবি : সংগৃহীত

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) অসীম কুমার জৈন নতুনকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অসীম কুমার বগুড়া জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ছাত্র হত্যার মামলাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মামলার আসামি।

পুলিশ ও স্থানীয়রা জানান, অসীম কুমার জৈন নতুন বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী বাজার এলাকার মানিক চাঁন জৈনের ছেলে।

তিনি সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি। এ ছাড়া বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের এপিএস ছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তেনের পর তার বিরুদ্ধে সোনাতলা থানায় ৫টি মামলা হয়। মামলার পর গ্রেপ্তার এড়াতে অসীম কুমার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ফুলছড়ির বালাসীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার জানান, অসীম কুমার পাঁচটি মামলার পলাতক আসামি। বগুড়া পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে গাইবান্ধা সদর থানাকে অবহিত করে। সেই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় তাকে বগুড়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ইসলামি বক্তা তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
রাজধানী থেকে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, গ্রেপ্তার ৪