• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইলিশ শিকারে নিষেধাজ্ঞার ১৯ দিনে চাঁদপুরে ৩০১ জেলে আটক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১০:৩৫
ছবি : আরটিভি

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে পৃথক অভিযান চালিয়ে ১৯ দিনে ৩০১ জন জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৯৫৭ কেজি ইলিশ, ৬২ লাখ ৬৭ হাজার মিটার জাল ও ১০১টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে এসব তথ্য জানান নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।

তিনি আরও জানান, চাঁদপুর জেলার নৌ পুলিশের ৬টি ইউনিট, কোস্টগার্ড ও মৎস্য বিভাগসহ ১৯ দিনে চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নদীতে মাছ ধরা অবস্থায় ৩০১ জেলেকে আটক করা হয়। এ সময় ৩৮টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১৭ জনকে ৭৩ হাজার টাকা জরিমানা এবং ৩৪ জন অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ৯৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ৩৭টি এবং পুলিশের ওপর হামলায় একটি মামলা করা হয়। এ ছাড়া জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা

মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত আছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ পৃথক অভিযান চালাচ্ছে। মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ৪ প্রতিষ্ঠান থেকে ৭৭৫ কেজি পলিথিন জব্দ
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক
চাঁদপুরে অটোচালক হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চাই: সাখাওয়াত হোসেন