• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলে আটক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ০৯:০৩
ছবি : আরটিভি

চাঁদপুরের পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে ১২ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এদের মধ্যে ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা, ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম ইকবাল।

কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন- একরাম মোল্লা (১৮), নাজমুল হাসান (২০), শহর আলী (১৯) ও জুম্মান হাওলাদার (১৯)। নিয়মিত মামলার আসামীরা হলেন-রাজু সৈয়াল (২২), মো. মাইনুদ্দিন (৩৮), মো. কাশেম বকাউল (৪৫), মো. আলমগীর গাজী (২৪), মো. মুছা কালিমুল্লাহ (২৫)। মুচলেকা রেখে ছেড়ে দেয়া কিশোর জেলেরা হলেন-মো. সাকিব সৈয়াল (১৫), মো. হাবিব ছৈয়াল (১৬) ও মো. নাইম হোসেন (১৩)।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম ইকবাল বলেন, টাস্কফোর্সের সহযোগিতায় নৌ পুলিশ (৩১ অক্টোবর) দিনগত রাত থেকে শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকার অভিযান পরিচালনা করে। এ সময় ১২ জেলেকে আটকসহ দেড় লাখ মিটার কারেন্টজাল, মা ইলিশ ৪২ কেজি ও ৩টি পুরাতন মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয় জব্দকৃত নৌকা ও কারেন্টজাল মামলার আলামত হিসেবে রয়েছে। জব্দকৃত ইলিশ মাছ গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ৪ প্রতিষ্ঠান থেকে ৭৭৫ কেজি পলিথিন জব্দ
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক
চাঁদপুরে অটোচালক হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চাই: সাখাওয়াত হোসেন