• ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

থানা থেকে পালিয়েছে আসামি, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ২৩:২৬
ছবি : আরটিভি

শৌচাগারে যাওয়ার কথা বলে চুয়াডাঙ্গার জীবননগর থানা থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মনোয়ারা খাতুন (৩০) নামে এক মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকসহ (এস আই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- জীবননগর থানার দায়িত্বরত উপপরিদর্শক (এস আই) পবিত্র মণ্ডল, কনস্টেবল সোলাইমান খান ও মিতা খাতুন। ওই ঘটনাটি তদন্তে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রিয়াজুল ইসলাম বলেন, কর্তব্যে অবহেলার অভিযোগে ওই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ওই নারী আসামি পালানোর ঘটনায় তার বিরুদ্ধে পেনাল কোডে আরও একটি মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

গতকাল বুধবার সকালে গোয়াল পাড়া থেকে ৮৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ মনোয়ারা খাতুন ও তার সঙ্গী নাজমুল হুদাকে আটক করে ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলাও হয়। পরে তাকে থানার নারী ও শিশু ডেস্কে রাখা হয়। বৃহস্পতিবার ভোরে শৌচাগারে যাওয়ার কথা বলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান মনোয়ারা। আসামি মনোয়ারা খাতুন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলছাত্রীকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ, পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার 
শরিয়াভিত্তিক ৬ ব্যাংকের এলসি খোলায় শর্ত প্রত্যাহার
হোটেল ব্যবসা বন্ধের শঙ্কা, ত্রিপুরায় বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
অপরাধী পুলিশ সদস্যদের শাস্তি চায় ৭১.৫ শতাংশ মানুষ