• ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

স্থলবন্দর কর্তৃপক্ষ পরিচালকের হিলি স্থলবন্দর পরিদর্শন

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১৯:৩৫
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গতিশীল ও সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শহিদুল ইসলাম (উপ-সচিব)। পরিদর্শন শেষে তিনি বন্দরের আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। সরকারি সফরে এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মশিউর রহমান উপ-পরিচালক বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর হিলি স্থলবন্দর পরিদর্শনে আসেন তিনি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার নার্গিস পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

পরে তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট, জিরো পয়েন্ট ও হিলি পানামা পোর্ট এর ভিতরে ওজন ব্রিজ, বন্দরের শেড পরিদর্শন শেষে বন্দরের সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে বন্দরের ব্যবসায়ীরা, সড়ক প্রসস্থকরণ ও ওজন স্টেশন নির্মাণ, এক্সিট গেট নির্মাণ, ওয়্যার হাউজ নির্মাণ ও সার্ভার জটিলতা সমস্যা সমাধানের দাবি জানান। এ সময় তিনি ব্যবসায়ীদের দাবিকৃত বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক তা নিরসনের আশ্বাস প্রদান করেন।

এ সময় হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম, হিলি পোর্ট লিংক লিমিটেডের পরিচালক মো. রফিকুল ইসলাম প্রিন্স চৌধুরী, উপদেষ্টা মো. আলমগীর শেখ, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শাহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী, পানামা পোর্ট এর মোঃ জোবায়ের হোসেন ডেভিডসহ অনেকে উপস্থিত ছিলেন।


আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রামীণ ব্যাংক ও ইউনূস সেন্টার পরিদর্শন বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টাদের
হিলি স্থলবন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করল ভারত
হিলিতে বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম
আমদানি অব্যাহত, তবুও কমছে না আলু-পেঁয়াজের দাম