• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাঁথিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

পাবনা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১৭:৩৯
ফাইল ছবি।

পাবনার সাঁথিয়ায় মসজিদের কমিটিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের নুকুন্দহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।

আহতরা হলেন- নুকুন্দহ গ্রামের মালেক সরকার, নুরুজ্জামান সরকার, বাচ্চু সরকার, মোখলেস সরকার, মুকুল সরকার, ফজর আলী সরকার। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরপক্ষের আহতরা হলেন- আমির হামজা শীতল প্রামাণিক, মোশারফ, রমজান জাকির হোসেন, আসমা খাতুন।

অভিযোগে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর মসজিদের কমিটি নিয়ে আলোচনায় বসে এ সময় উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হলে একপর্যায়ে সংঘর্ষ রূপ নেয়। এ সময় কয়েকজন আহত হলেও সবাই যার যার বাড়ি চলে যায়। আজ বৃহস্পতিবার সকালে এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়।

এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল শাহরুখের
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪
খুলনায় শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষের ঘটনায় মামলা, আটক ২
শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, বাস চলাচল বন্ধ