• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম গ্রেপ্তার

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১৭:১৪
ছবি : সংগৃহীত

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও একাধিক হত্যা, অস্ত্র মামলার আসামি বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মণ্ডলকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বুধবার (৩০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর-৬ থেকে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৪ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় আগস্ট মাসে সেলিম মণ্ডলের (৫২) নেতৃত্বে নিরীহ ছাত্র-জনতার ওপর প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এ ঘটনায় সাভার বাজার এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে সাভার থানায় একাধিক হত্যা মামলা দায়ের করে। ওই হত্যা মামলা দায়েরের পর থেকে আসামি সেলিম মণ্ডল রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপন করে।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিগত সময় সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় প্রভাব বিস্তার করে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করে বলে স্বীকার করেন।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবীর জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে ৮ হত্যা মামলা সাভার মডেল থানায় দায়ের করেন। এর মধ্যে হৃদয় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠাবো।

উল্লেখ্য: গ্রেপ্তার হওয়া সেলিম মণ্ডল দলীয় প্রভাব বিস্তার করে সন্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমি দখলসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে সাভার মডেল থানায়।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে যাওয়ার সময় জামিনে থাকা ইউপি চেয়ারম্যান আটক
প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
যুবদল নেতা হত্যা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩