• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

ঝিনাইদহে প্রয়াত সংসদ সদস্য বেল্টুর জন্য দোয়া ও আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১৬:২৯
ছবি : আরটিভি

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদুজ্জামান বেল্টুর স্মরণে কোরআন খতম ও আলোচনা সভা করেছে কালীগঞ্জ উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দলটির ফয়লা রোডের কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

হামিদ বলেন, শহীদুজ্জামান বেল্টু একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।

উল্লেখ্য, শহীদুজ্জামান বেল্টু ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, জুন ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ঝিনাইদহ-৪ আসন থেকে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৫ সালে তিনি এলজিআরডি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী উপকমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার হন। পরে দল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বও পালন করেন। বেল্টু ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার হাসনহাটি গ্রামের মৃত নাফি উদ্দীন বিশ্বাসের ছেলে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন ইসি গঠনে বিএনপিসহ ১৭টি দল ও জোটের নাম প্রস্তাব 
শেখ হাসিনার পতনে ভারতের হৃদয়ে বড় জ্বালা: রিজভী
চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা 
শুক্রবার রাজধানীতে র‍্যালি করবে বিএনপি