• ঢাকা রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
logo

বাসচাপায় ববি শিক্ষার্থীর মৃত্যু, ফের মহাসড়ক অবরোধ

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১৩:৪৭
ছবি: সংগৃহীত

বাসচাপায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় গতকালের পর আজ ফের মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় ঘাতক চালকের বিচারের দাবিতে মিছিলও বের করা হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থী আওলাদ হোসেন বলেন, কালক্ষেপণ হলেও ঘাতক চালককে গ্রেপ্তারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কোনো উল্লেখযোগ্য ভূমিকা দেখা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে পুনরায় সড়ক অবরোধে নেমেছি আমরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, খুব দ্রুত বাসটির চালক ও মালিকপক্ষকে আইনের আওতায় আনা হবে। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা যেন একটু ধৈর্য ধারণ করে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা গণমাধ্যমকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমাদের ফোর্স এরইমধ্যে দোষীদের গ্রেপ্তারে কাজ করছে। শিগগিরই আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব।

এর আগে, বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়। নিহত মাইশা ফৌজিয়া মিম পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনার পরপরই প্রায় ৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হোটেল থেকে পড়ে গায়কের মৃত্যু ঘিরে রহস্য, গ্রেপ্তার ৩
রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু 
কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু