• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

হাতিয়ায় ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১০:৪৩
ছবি : আরটিভি

গতানুগতিক কোনো নির্বাচন নয়, পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন, ছাত্র-জনতার গণঅভ্যুথানে সংগঠিত গণহত্যার বিচার ও বিগত সরকারের দুর্নীতিবাজদের অর্থ বাজেয়াপ্ত করার দাবিতে নোয়াখালী হাতিয়ায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় দলের নিঝুমদ্বীপ সাংগঠনিক থানা শাখা এই গণসমাবেশের আয়োজন করে।

এ উপলক্ষে বিকেলের পর থেকে ইসলামী আন্দোলনের সমর্থকরা বিভিন্ন অঞ্চল থেকে ছোট ছোট মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হতে থাকে। পরে সন্ধ্যায় নিঝুমদ্বীপ পরিষদ মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়।

সমাবেশে বক্তারা বলেন, গতানুগতিক নির্বাচন ব্যবস্থা বাতিলের পাশাপাশি সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া গত ৫ আগষ্ট আন্দোলনে সকল গণহত্যার বিচার করতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজদের বিচারের আওতায় এরে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নিঝুমদ্বীপ সাংগঠনিক শাখার সভাপতি মুফতি মো. ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা দক্ষিণ শাখার সহসভাপতি মাওলানা ফিরোজ আলম।

এ সময় অন্যান্যের মধ্যে মাওলানা শহীদুল ইসলাম, ইকবাল হোসাইন, সামছুল হক সৌরভ, মাওলানা নুরুল ইসলাম শরীফ, মাওলানা ইব্রাহীম প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ইসলামী আন্দোলন এ ধরনের গণ সমাবেশের আয়োজন করছে।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে প্রস্তুত জেলেরা
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই ট্রলারসহ ৩৬ জেলে আটক
হাতিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দস্যুপ্রধান আটক
মার্কায় ভোট হবে, ব্যক্তিতে নয়: ফয়জুল করীম